বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলার বাহারছড়া থেকে মুহাম্মদ আকিল উদ্দিন (৯) নামে অপহৃত এক শিশুকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকিলের মামাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বাঁশখালী থানা পুলিশের ১৫ ঘণ্টার অভিযানে ও কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুকে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার (২০ মে) বিকেলে গণমাধ্যমকে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় আদর্শ শিশু নিকেতন থেকে ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি ৮নং ওয়ার্ডের নেজাম উদ্দিন চৌধুরীর ছেলে মুহাম্মদ আকিল উদ্দিনকে অপহরণ করা হয়। এ ঘটনায় আকিলের বাবা বাঁশখালী থানায় শিশু অপহরণের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে শিশুটিকে উদ্ধার ও দু’জনকে আটক করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিশু আকিল উদ্দিন অপহৃত হওয়ার বিষয়ে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে জানতে পারি তারা গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় আছেন। পরে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় বাঁশখালী থানা পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে। এসময় দু’জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের অভিযান শুরু হয়। এরপর দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় শিশুটিকে উদ্ধার করে গাজীপুর থেকে রওনা দিয়েছে বাঁশখালী থানা পুলিশ।













