২৫ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে অস্ত্রসহ অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি রহমত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) এস আই দীপক কুমার সিংহ, এস আই প্রদীপ চক্রবর্তী, এস আই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রহমত আলী বাঁশখালী উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকার কালা মিয়ার পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দীন বলেন, রহমত আলী এলাকায় অবস্থান করছে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন