২৭ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৪৭ বসতঘর

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলার চাম্বল ইউ‌নিয়নের পশ্চিম চাম্বল বাংলা বাজার জলদাশ পাড়ায় ৪৭ ঘর আগু‌নে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অ‌গ্নিকাণ্ডে ক্ষয়ক্ষ‌তি কয়েক কো‌টি টাকা ছা‌ড়িয়ে যাবে বলে জানায় ক্ষ‌তিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার সূ্ত্রে জানা যায়, আজ বুধবার (৭‌ সে‌প্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৭টি ঘর ভস্মীভূত হলে মুহূর্তেই ৭০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। রহস্যজনক এ অ‌গ্নিকাণ্ড নিয়ে অ‌নে‌কে নানা ধর‌নের অ‌ভিমত ব্যক্ত কর‌লেও বিদ্যুতের শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌তে পা‌রে ব‌লে মনে ক‌রেন বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো হল— মৃদল দাশ, বাদল দাশ, সমীরণ দাশ, সম্পদই দাশ, সুকুমার দাশ, রাজকুমার, সুধীর দাশ, স্বপন দাশ, রঞ্জুত দাশ (দুই পরিবার), হরি দাশ, রতন দাশ, পরিতোষ দাশ, সাগর দাশ (পাঁচ পরিবার), সুরেশ দাশ, হরিপদ দাশ, গুরুধন দাশ, মধুরাম দাশ, শ্রী নন্দ দাশ, সন্দা মোহন দাশ, সমীরণ দাশ (দুই পরিবার), গোপাল দাশ (৪ পরিবার) মতিলাল দাশ (দুই পরিবার), রাম প্রসাদ (৪ পরিবার), ভাটি রাম দাশ (তিন পরিবার), রাখাল দাশ, জদু রাম দাশসহ ৪৭ বসতঘর।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন, ‘চাম্বল ইউপি’র বাংলাবাজারের অদূরে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান। দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বিদ্যুতের শকট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করি। এ ঘটনায় জলদাশ পাড়ার ৪৭ বসতঘরের ৭০ পরিবারের সর্বস্ব পুড়ে যায়।’ এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন তিনি।

চাম্বল ইউ‌নিয়‌ন পরিষদ চেয়ারম্যান মু‌জিবুল হক চৌধুরী ব‌লেন, ভোর সাড়ে তিনটা নাগাদ হঠাৎ আগুনের সূত্রপাত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৭ টি ঘর ভস্মীভূত হলে মুহুর্তেই ৭০ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় সবাই তখন ঘু‌মে আছন্ন। তাই আগুন লাগা‌তে বা‌ড়ির প্রয়োজনীয় কোন মালামাল বের করা সম্ভব হয়‌নি একমাত্র পর‌নের কাপড় ছাড়া। ত‌বে প্রাণহা‌নি হয়‌নি তার জন্য আল্লাহর কা‌ছে কৃতজ্ঞ প্রকাশ করি।

এদি‌কে অ‌গ্নিকা‌ণ্ডের খবর পে‌য়ে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বুধবার (৭‌ সে‌প্টেম্বর) সকা‌লে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের শুকনা খাবার বিতরণ করা হয়। পরবর্তী ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা বলেও জানান তি‌নি ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ