১০ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে ইয়াবাসহ ৫ যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলার পুইঁছড়ির প্রেম বাজারের দক্ষিণ পার্শ্বের ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (১৮ মে) সকাল ১০টায় এসব ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো— আব্দুল আমিন (২৫), মো. আব্দুল্লাহ (২৬), মো. রাশেদ (২৪), মোহাম্মদ হোসেন (২৯), আনোয়ারা বেগম (৩৯)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন জানান, আজ (বুধবার) সকালে উপজেলার পুইঁছড়ি প্রেম বাজার এলাকার ফুটখালী ব্রিজে অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ পাঁচ মাদককারবারিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন