বাঁশখালী প্রতিনিধি »
সাউদার্ন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী গৃহবধু মাহমুদা খানম আঁখির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী, পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে ‘মাহমুদা খানম আঁখির সহপাঠি, পরিবার ও এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের পর থেকে কথিত আইনজীবী স্বামী আনিসুল ইসলাম মাহমুদা খানম আঁখিকে টাকা-পয়সার জন্য চাপাচাপি করে। সর্বশেষ ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করলে, টাকা না পেয়ে তার স্বামী স্ত্রীর ওপর নির্যাতন করে। এক পর্যায়ে পায়ের বুট জুতা দিয়ে পেটে লাথি মারে। এর পর গৃহবন্ধী করে রাখে তাকে। হাতের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয় তাকে।
এ ঘটনায় নিহত মাহমুদা খানম আঁখির পরিবার চট্টগ্রামের চান্দঁগাও থানায় স্বামী আনিসুল হককে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।













