চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ির শয়নকক্ষে থেকে মোহাম্মদ বাদশা (৫৬) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ বলেন, সকালে বাঁশখালী থানা পুলিশ ও আনোয়ারা সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি শত্রুতাবশত পরিকল্পিত খুন নাকি কোন চোর চুরি করতে গিয়ে খুন করেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













