৬ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধার ডেস্ক »

বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গন্ডামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া (৩৮) কোহিনূর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বাঁশখালীতে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়।

জানা যায়, রাত ৯টার দিকে গন্ডামারা বাজারে মালামাল বিক্রির টাকা তুলে উপজেলা সদরে ফেরার পথে গন্ডামারা ব্রিজ এলাকায় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ