বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রংগিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই-গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।
খুনের সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা । পরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আব্দুল খালেকের মা মমতাজ বেগম, স্ত্রী খালেছা বেগম, নিহত যুবলীগ নেতা টিপুর ছোট ভাই হেফাজ উদ্দীন, স্ত্রী ববি আক্তার সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি, রাজনৈতি ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর দুপুরে মনছুরিয়া বাজারে বসতবাড়ির পানি নিষ্কাশনের ৪ ফুটের একটি পাইপ নিয়ে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে পৌরসভা যুবলীগ নেতা সুলতান মাহমুদ টিপু (২৬) এবং আব্দুল খালেক (৩৪) নিহত হয়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
এ ঘটনায় নিহত যুবলীগ নেতা আব্দুল খালেকএর মা মমতাজ বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।
বাংলাধারা/এফএস/এফএস












