৩০ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বাংলাধারা ডেস্ক »

বাঁশখালীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবছার নামে আরও একজন।

শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১০টায় বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর জমহুরিয়া মাদরাসার উত্তরে এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকচালক কৌশলে পালিয়ে যায়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিছিন্ন্যা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সার্ভেয়ার ছিলেন। আহত অপরজন আবচার একই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি আসন্ন বাঁশখালী ইউপি নির্বাচনে সাধনপুর ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী।

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সোলাইমান ঘটনার গণমাধ্যমকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন