বাংলাধারা ডেস্ক »
বাঁশখালীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবছার নামে আরও একজন।
শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১০টায় বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর জমহুরিয়া মাদরাসার উত্তরে এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকচালক কৌশলে পালিয়ে যায়।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিছিন্ন্যা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সার্ভেয়ার ছিলেন। আহত অপরজন আবচার একই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি আসন্ন বাঁশখালী ইউপি নির্বাচনে সাধনপুর ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী।
রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সোলাইমান ঘটনার গণমাধ্যমকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













