বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বাঁশখালীতে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পিএবি সড়কের পাইরাং হট্টইল তলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন অন্তত ৩ জন।
নিহত ব্যক্তি মো. জসিম উদ্দীন চৌধুরী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পাইরাং হট্টইলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা বেপরোয়া গতির একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার যাত্রী মো. জসিম উদ্দীন চৌধুরী। এ সময় আহত ৩ যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন মিনি ট্রাক-ডেম্পার এবং লাইসেন্স বিহীন চালকদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ













