২৫ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। অন্যান্য বার করোনার কারণে অনুষ্ঠান সীমিত করা হলেও এবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে বিজয় দিবসের নানা অনুষ্ঠান।

মহান এই দিনটিতে বাঁশখালী উপজেলার সরকারী-বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ণিল সাজ ও নানা রকমের আলোকসজ্জায় সজ্জিত ছিল। পাশাপাশি বাঁশখালী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন।

দিবসের শুরুতেই বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বীর শহীদদের স্মরণে ৫০ বার তোপোধন্নির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, মৎস কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, পল্লী বিদ্যুৎ ডিজিএম জসিম উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা সহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা।

এছাড়াও বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ‘মহান বিজয় দিবস-২০২১’ উদযাপন ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান ও উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন