বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের পাশের একটি মাঠ থেকে ১টি পরিত্যক্ত অস্ত্র, ১৬টি ক্রিকেট স্টাম্প ও ৮টি হেলমেট উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, নাশকতার জন্যই এসব অস্ত্র এখানে এনে রাখা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১১টার দিকে ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রাম কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্র থেকে ৪০০মিটার দূরত্বে লবণের মাঠ থেকে ১টি এসবিএস অস্ত্রসহ, হেলমেট ও কিছু স্টাম্প পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কেনো এসব এখানে রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার জন্যই এসব অস্ত্র এখানে এনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।













