১৮ ডিসেম্বর ২০২৫

বাঁশখালীতে নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নিখোঁজ চীনা শ্রমিক জিই কিংওয়েনের (৩৩) লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টায় প্রকল্প এলাকার ফাইলিংয়ের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

এর আগে বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ শ্রমিক মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক।

কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক বলেন, ওই শ্রমিক নিখোঁজ হওয়ার পর প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় খুঁজেন। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে একটি ফাইলিংয়ের গর্তে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফীউল কবির বলেন, দুর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ