বাংলাধারা প্রতিবেদন »
বাঁশখালীতে রাতের আঁধারে সবার অলক্ষ্যে নিম্নবিত্তের ঘরে ঘরে রমজানের উপহার পৌঁছে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
শুক্রবার (১ মে) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে এসব উপহার বিতরণ করা হয়।
দক্ষিন জেলা ছাত্রলীগের পক্ষে কমিটির সহ-সম্পাদক জাহিদ হাসান এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
জাহিদ হাসান বলেন, রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। মাসজুড়ে রোজা রেখে ইবাদত বন্দেগীতে নিজেকে সমর্পন করে মুসল্লিরা। কিন্তু করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত ছুটির ফলে আজ দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা খুব কষ্টে আছেন। এমন রমজান মাসে অনেকের ঘরে পর্যাপ্ত খাবার তো দূরের কথা চুলার আগুনও জ্বলছে না। তাই মানবিক দৃষ্টিকোন থেকে তাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, প্রথম ধাপে ১২০টি পরিবারে পুরো রমজান মাসের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপহার পৌঁছে দিয়েছি। আজ কালের মধ্যে আরও বেশ কিছু পরিবারেও উপহার পৌঁছে দেবো। শুধু রমজান মাস নয় আল্লাহ যদি তৌফিক দেন তো যতদিন এই দূরাবস্থা চলবে দক্ষিণ জেলা ছাত্রলীগ নিম্নবিত্তের পাশে থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













