২৫ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু জামে মসজিদ’

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‌‘বঙ্গবন্ধু জামে মসজিদ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৬ নম্বর ওয়ার্ড এলাকার সোনারখীল নামক এলাকার (১৬ শতক) জমির উপর নির্মিত এ মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী।

এ সময় মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন চাম্বল দারুল উলুম (বড়) মাদরাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আব্দুল জলিল।

বঙ্গবন্ধু জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুজিবুল হক চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা ইসলামিক সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। তার বাইরেও ইসলামী সংস্কৃতিকে ধরে রাখার জন্য যারা আওয়ামী লীগের রাজনীতি ও মুক্তিযুদ্ধের উপর বিশ্বাসী তারাও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। পূর্ব-চাম্বলের সোনারখীল এলাকার অর্ধ কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের নামাজ আদায় করতে দুর্ভোগ পোহাতে হয়। একপর্যায়ে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা দাবি তুলেছিলো একটা মসজিদ নির্মাণের। সেই দাবিতে আমার নিজস্ব অর্থায়নে এখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে। যার ফলে এই এলাকার কয়েক’শ পরিবার তাদের ধর্মীয় রীতিনীতি পালন ও তাদের সন্তানেরা ইসলামিক সংস্কৃতি ধরে রাখতে পারবে বলে আশা করি। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এ মসজিদ নির্মাণ হচ্ছে। খুব দ্রুতই এ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, তিনি বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম ২০১৮ সালের ২৬ মার্চ ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে চাম্বল ইউনিয়ন পরিষদে শহীদ মিনার স্থাপন করে দেশ ব্যাপী আলোচিত হয়েছেন।

আরও পড়ুন