বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পানিতে ডুবে মোছাম্মৎ ওয়াজিহা (২) ও আব্রার হাকিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার ( ৮ অক্টোবর ) উপজেলার সরল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামে ও বৈলছড়ি ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের আমির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওয়াজিহার পরিবার জানায়, দুপুরে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় ওয়াজিহা বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।
অপর নিহত শিশু আব্রার হাকিমের পরিবার জানায়, আব্রার প্রতিদিনের মত বাড়ির সামনের উঠানে খেলতে ছিল। কিন্তু হটাৎ আব্রারকে দেখতে না পেয়ে পরিবারের সবাই তাকে খুজতে থাকে। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ ফাতেমা রূদবা জানান, আজ দুপুর ও বিকাল বেলায় মোছাম্মৎ ওয়াজিহা (২) এবং আব্রার হাকিম (২) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। এ নিয়ে এ সপ্তাহে বাঁশখালীতে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।পরিবারের অসচেতনতা ও সঠিক পরিচার্যর অভাবে এই সব মৃত্যু হচ্ছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস













