বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের বাঁশখালী থানার কালিপুর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর আঘাত, সরকারি কাজে বাধা, যান চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদসহ ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন থেকে চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাঁশখালী থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ভিডিও ফুটেজ দেখে ৬৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩শ থেকে ৪শ জনকে আসামি করে ৩টি মামলা করা হয়েছে। এপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৬ আগস্ট) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে মিছিল নিয়ে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ নেতা-কর্মীদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে এএসপি (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবির, ওসি কামাল উদ্দিনসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান দাবি- পূর্ব ঘোষণা অনুযায়ী বাঁশখালীতে সমাবেশ করেছেন তারা। এরপর একটি মিছিল বের করলে পুলিশ তাদের ওপর এলোপাতাড়ি লাঠিচার্জ করে। এতে ৩০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাধারা/আরএইচআর













