৯ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২৩

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের করা পৃথক তিনটি মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন- দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম চৌধুরী রিপু, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. তারেকসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. কামাল উদ্দিন বলেন, আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। বাঁশখালীতে উদ্বুত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

গত ২৬ আগস্ট বাঁশখালী উপজেলা বিএনপি’র ডাকা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২৭ আগস্ট বিস্ফোরণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও সরকারী কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ৫৬জন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের জ্ঞাত-অজ্ঞাত সাড়ে চারশজন নেতা-কর্মীকে আসামি করা হয়। এদিকে এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) পর্যন্ত এজাহারনামীয় ও তদন্তপ্রাপ্ত মোট ২৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন