বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় প্রদর্শনীতে স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে খামারিদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া।
এসময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সফলতা কামনা করি। এবং দেশে আরও দুধ, ডিম, মাংস উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। আমাদের দেশ এখন দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উৎসাহিত হয়।













