২৪ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান চাম্বল

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় শেখেরখীল ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন চাম্বল ইউনিয়ন একাদশ।

বাঁশখালীর বৈলছড়িতে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএস আরিফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা মনজুর আলম, আব্দুস ছবুর প্রমুখ।

এতে ফাইনাল খেলা পরিচালনা করেন ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া। এছাড়াও ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দূর্জয় শীল। টুর্নামেন্টের সেরা গোলদাতা আরমান ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সোহাগ।

আরও পড়ুন