চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রাঘাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকার ক্ষেতখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ স্থানীয়ভাবে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি একটি কাঁকরোল ক্ষেতে কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফিরোজ সিকদার জানান, সকাল বেলায় হঠাৎ করে বজ্রপাত শুরু হলে মোহাম্মদ ফিরোজ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে এবং বজ্রপাত থেকে রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এআরই/বাংলাধারা