বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামিকে বন্দুক ও ছুরিসহ আটক করেছে র্যাব-৭ ।
রোববার (২২ ডিসেম্বর ) রাত তিন টার দিকে এ অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত ব্যাক্তির নাম- মোঃ জসিম উদ্দিন (৩০)। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন মোঃ কালু’র ছেলে।
র্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে চাম্বল এলাকা হতে শেখেরখীরের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে শেখেরখীর বাজারের শেখেরখীর ছনুয়া কতুবদিয়া পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব -৭ ।
এ সময় চাম্বল হতে শেখেরখীর দিকে আসা একটি সিএনজির গতিবিধি সন্দোহজনক মনে হলে র্যাব সদস্যরা সিএনজিটিকে থামানোর সংকেত দেয়। ড্রাইভার সিএনজিটি রাস্তার পাশে থামালে সিএনজি হতে তিন-চার জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ জসিম উদ্দিন কে আটক করে ও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃতের দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোচের ভিতরে লুকানো অবস্থায় ১ টি ষ্টিলের টিপ ছুরি ও ব্যাপক জিজ্ঞাসাবাদে বাঁশঝাড়ের ভিতর লুকানো অবস্থায় ১ টি একনালা বন্দুক উদ্ধার করে র্যাব-৭।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় গণধর্ষণসহ ৩ টি মামলা রয়েছে। বর্তমানে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













