বাঁশখালী প্রতিনিধি»
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যােগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় বাঁশখালী পৌরসভাস্থ গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনষ্ঠানে বাঁশখালী থানার পরিদর্শক তদন্ত (ওসি) আজিজুল ইসলামের সঞ্চালনায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) হুমায়ুন কবির, বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর করিম শরিফী,রামদাশ হাট পুলিশ পাড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, বাঁশখালী আলাওল কলেজের অধ্যক্ষ সোলাইমান চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুর হক চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুল হক, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, পৌরসভা আওয়ামীলীগেরযুগ্ন সাধারণ সম্পাদক এড, তৌফাইল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদুল্লাহ হামিদসহ বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।
এ সময় সভাপতির বক্তব্যে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে চুরি-ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে পেরেছে বাঁশখালী থানা পুলিশ। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে বাঁশখালী থানা পুলিশ বাংলাদেশকে একটি মড়েল উপজেলা উপহার দিতে সক্ষম হবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীসাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, জনগনের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সৃষ্টি এতে করে পুলিশ ও জনগণের মাঝে ভ্রান্তিত্ববোধ তৈরি হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন,ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
বাংলাধারা/এফএস/এফএস













