২৪ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে ভূমি সেবা ও উন্নয়ন কর আদায় সহজীকরণে ক্যাম্পিং

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলায় ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর আদায় সহজীকরণে ক্যাম্পিং ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বাঁশখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক ক্যাম্পিং, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, জনপ্রতিনিধিগণ, তহশীলদারগণ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্টেইক হুল্ডাররা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, ‘ভূমি উন্নয়ন কর আদায় ও প্রদানে সেবা সহজীকরণের জন্যেই এই ক্যাম্পিং ও র‍্যালি করেছি যাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্যে সকলকে রেজিস্ট্রেশন করার জন্যে আমরা উদ্বুদ্ধ করছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্যেই এ ক্যাম্পিং চালু থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সকল সেবা প্রার্থীর জন্যে নাগরিক কর্নার করা হয়েছে যাতে মানুষ এসিল্যান্ডের কাছে এসে সরাসরি সেবা নিতে পারে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইনে নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায়সহ যাবতীয় কাজ করা হচ্ছে।’

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাঁশখালী উপজেলা ভূমি অফিস নিজস্ব উদ্যোগে আজকে ক্যাম্পিং ও র‍্যালি করে জনসাধারণের জন্যে সেবা উন্মুক্তকরণে সহজ করছে। জনসাধারণের যাতে ভূমি সম্পর্কিত সেবা নিয়ে ঝামেলা ও ভোগান্তি কম হয় এজন্যে সকলকে ভূমি সেবা বা ভূমি উন্নয়ন কর বিষয়ে অবহিত করছেন যা এক অনন্য উদ্যোগ।’

আরও পড়ুন