চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মামুনুর রশিদ হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাছিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রোববার ৩০ নভেম্বর র্যাব-৭ এর একটি দল বাঁশখালী উপজেলার বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাছির চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার ৪৩ বছর বয়সী নাছির উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকার মো. ইসহাকের ছেলে।
নিহত মোঃ মামুনুর রশিদ বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিক্সা চালক ছিলেন। গত ২ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিদিনের মতো তিনি অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হন। এ সময় জনৈক মোক্তার হোসেন ভাড়া আছে জানিয়ে তাকে চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে পূর্বের পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোক্তার হোসেনসহ তার সহযোগীরা লোহার রড় দিয়ে পিটিয়ে এবং গলা টিপে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন ৩ নভেম্বর ২০২৫ তারিখে নিহতের স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় মোট ৫ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে র্যাব-৭ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় র্যাব জানতে পারে মামলার পলাতক আসামি মোঃ নাছির বাশঁখালী এলাকায় অবস্থান করছে।
গ্রেপ্তারের পর মোঃ নাছিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।













