৪ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় গ্রেফতার ২

বাংলাধারা প্রতিবেদক »

বাঁশখালীতে গত ১৮ জানুয়ারি বিদায়ী মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭০) মারধরের ঘটনায় করা মামলায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে কক্সবাজারের রামু থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলো— বাঁশখালীর উত্তর জলদি এলাকার মৃত রহিম উল্লাহ’র ছেলে মো. সিরাজ (৩৫) ও একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মিনারুল ইসলাম (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ জানুয়ারি বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকায় মুক্তিযোদ্ধা ও সদ্যবিদায়ী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে বসতঘরে ঢুকে মারধর করে জখম খুন করার হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বাঁশখালী পৌরসভার সদ্যবিদায়ী মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে মারধরের মামলায় পলাতক আসামিদের রামু থানা এলাকা থেকে সোমবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ