৩০ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) সন্ধায় বাঁশখালী উপজেলার পুঁইছড়িস্থ সীমান্ত ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করে বাঁশখালী থানা পুলিশ।

আটক তিনজন হলো— মো. মুহাম্মদ দেলোয়ার (২৩), মুহাম্মদ আবু তাহের (২২), মুহাম্মদ আব্দুল কাহির (২৯)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন