২৪ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

বাঁশখালীতে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী নবী ওরফে নবী মেম্বারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার গন্ডামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী নবী বাঁশখালী থানার গন্ডামারা এলাকার মৃত আমির আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর গন্ডামারায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী নবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন