৩১ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে ৫ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালীতে ৫ হাজার‌ পিস ইয়াবাসহ ইয়াবা পাচারকা‌রী দুই নারীকে আটক ক‌রে‌ছে বাঁশখালী থানা পুলিশ।

সোমবার (২৩ মে) বিকালে উপজেলার দ‌ক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির ফুটখালী ব্রিজ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্বে রাস্তায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো— উখিয়ার ঠ্যাংখালী এলাকার আব্দুস সালামের স্ত্রী নুরানকিছ (৪০) এবং মৃত কালু মিয়ার মেয়ে লাকী আক্তার (৩০)।

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার ও‌সি মো. কামাল উদ্দীন ব‌লেন, ‌‘পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে পুঁইছ‌ড়ি‌তে অ‌ভিযান পরিচালনা ক‌রে ৫ হাজার ইয়াবাসহ দুই ম‌হিলা‌কে গ্রেফতার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলাসহ আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’

আরও পড়ুন