বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নিয়ে আওয়ামী লীগের মনোনিত চেয়্যারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বেফাঁস মন্তব্যের কারণে স্থগিত চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
সোমবার (দুপুরে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। এজন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এদিকে রোববার সন্ধ্যায় আরেকটি দেয়া প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে না বলে উল্লেখ্য করা হয়। পরে সোমবার (দুপুরে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এটি সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে দেওয়া হয়।
এক্ষেত্রে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ রেখে যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে চাম্বল ইউনিয়নে ১৫ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান, স্থগিত চাম্বল ইউনিয়নে নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। চাম্বলের ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ২৫,৫৯০ জন ভোটার রয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুতি শুরু করা হয়েছে।
উল্লেখ্য, চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরী বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ‘তোমার আঙুল, টিপ দেব আমি’ বলে ভোটারদেরকে উদ্বুদ্ধ করে বলে অভিযোগে এবং বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকৃত বক্তব্যের সত্যতা যাচাই-বাচাই করে তা প্রমাণিত হলে গত ৫ জুন মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অপরাধের উল্লেখ করে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক আদেশে চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেন।