৭ নভেম্বর ২০২৫

বাঁশখালীর কালীপুরে আওয়ামী লীগের ওয়ার্ড ও কর্মী সম্মেলন সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড ও কর্মী সম্মলেন রবিবার (২৪ জুলাই) বিকালে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর।

অনুষ্ঠানে কালীপুর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আ.ন.ম শাহাদত আলমের সঞ্চালনায়, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, সদস্য সৈয়দুল মোস্তাফা রাজু, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দীন।

এ সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু ছালেক, মোহাম্মদ জসিম উদ্দিন, আহমদ শফিক, শফিকুল আলম আলী মোহাম্মদ রাজু, বাবু সানন্দ রুদ্র, কামরান আহমদ, আমিনুল হক, দেবাশীষ কানুনগো, জাকের আহমদ, কবির আহমদ, আবদুল খালেকসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যা ও বিভিন্ন ওয়ার্ডের তৃনমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ