বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালীর উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকায় হাতির একটি মৃত বাচ্চার পাওয়া গেছে।
জানা যায়, রোববার (১৭ এপ্রিল) বিকালে স্থানীয় কৃষকরা পাহাড়ে কাজে গেলে জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকায় হাতির মৃত বাচ্চাটি দেখতে পায়। এরপর তারা বনবিভাগকে বিষয়টি জানালে বনবিভাগের কর্মকর্তারা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের দায়িত্বরত চিকিৎসকদের সাথে নিয়ে ওই স্থানে যান।
বনবিট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রোববার বিকালে জঙ্গল কালিপুর পাহাড়ি এলাকায় একটি অর্ধগলিত হাতির বাচ্চা দেখতে পায় স্থানীয় কৃষকরা। এরপর তারা বিষয়টি আমাদের জানালে আমরা উপজেলা প্রাণীসম্পদ অফিসের ডাক্তারদের নিয়ে সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাই। এতে ডাক্তাররা প্রাথমিকভাবে ধারণা করছে যে, বাচ্চাটি জন্মের পরেই মারা গেছে।
বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, ধারণা করছি মৃত্যুবরণকারী হাতির বাচ্চাটি প্রায় এক সপ্তাহ আগেই মারা গেছে। হয়ত জন্মের পর পরই হাতির বাচ্চাটির মৃত্যু হয়েছে। যেটাকে বিজ্ঞানের ভাষায় স্টিলবার্থ বলা হয়ে থাকে।













