বাঁশখালী প্রতিনিধি »
নবম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে বাহারছড়া, কালিপুর, সরল ও গন্ডামারা ইউনিয়নে অনিয়ম-সহিংসতার খবর পাওয়া গেলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই ১৩ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা।
এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীকে) ৭, নৌকার বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র ৩ প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন : খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।
নৌকার বিদ্রোহী বিজয়ীরা হলেন : সাধনপুর ইউনিয়নে সালাহ উদ্দিন কামাল, ছনুয়া ইউনিয়নে হারুন অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে তারেক রহমান।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন : পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন গণ্ডামারা ইউনিয়নে লেয়াকত আলী, শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদ ফারুকী।













