২৯ অক্টোবর ২০২৫

বাঁশখালীর ১৪ ইউপিতে ৮৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাঁশখালী প্রতিনিধি »

আগামী ১৫ জুন নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন, সাধারণ সদস্য পদে ৬২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তালিকা অনুযায়ী, কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন, বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, কালিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন, শীলকূপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, শেখেরখীল চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪ জন, চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন, পুইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন। মোট ৮৮২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৬ জন ও সাধারণ সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। এসময় তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য যাযা করা প্রয়োজন, সব পদক্ষেপ নেওয়া হবে।

ঘোষিত তফসীল অনুযায়ী, ১৭ তারিখ মনোনয়ন দাখিলের শেষ সময়, যাছাই-বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোট গ্রহণ ১৫ জুন।

আরও পড়ুন