২৫ অক্টোবর ২০২৫

বাঁশখালীর ১৪ ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ চলে। এদিন সকাল থেকে প্রার্থীরা নিজেদের কর্মী ও সমর্থকদের বহর নিয়ে নির্বাচন কার্যলয়ে এসে প্রতীক নিয়ে যান।

এদিকে এ নির্বাচন আটজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৩৯ পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও পুকুরিয়া ইউপি সদস্য পদে মুহাম্মদ ইউনুছ, সরল ইউপি সদস্য পরে রশিদ আহমদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন।

চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ যথাক্রমে পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আক্তার হোসেন (মোটরসাইকেল), মো. আসহাব উদ্দীন (আনারস), বোরহান উদ্দীন মাহমদ নওয়াজ (নৌকা)।

সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), মো. আহসান উল্লাহ চৌধুরী (মোটরসাইকেল), খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দীন কামাল (অটোরিক্সা), চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস), আরিফ উল্লাহ চৌধুরী (টেবিলফ্যান)।

খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন হায়দার (নৌকা), ইছরাত জাহান পিনন (দুটিপাতা), ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া), মোহাম্মদ জাহেদুল হক (অটোরিক্সা), মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস), জিয়াউল হক চৌধুরী (মোটরসাইকেল), মো. আকবর হোছাইন (চশমা)।

বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তাজুল ইসলাম (নৌকা), মোহাম্মদ লোকমান (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিক্সা), এম বখতেয়ার উদ্দীন চৌধুরী (চশমা), মো. মুজিবুর রহমান চৌধুরী (মোটরসাইকেল)।

কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহা. শাহাদাত আলম (নৌকা), আমিনুর রহমান চৌধুরী (মোটরসাইকেল), মো. খালেকুজ্জামান (ঘোড়া), মোহাম্মদ রহিম উদ্দীন (অটোরিক্সা), মো. নোমান (আনারস), কায়সার হামিদ (টেলিফোন)।

বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ কপিল উদ্দিন (নৌকা), মোহাম্মদ ইব্রাহিম (অটোরিক্সা), মুহাম্মদ মনছুরুল আলম (মোটরসাইকেল), আবদুল ওয়াহ্হাব (আনারস), মুহাম্মদ ইউসুফ (চশমা)।

সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে রশিদ আহমদ চৌধুরী (নৌকা), জাফর আহমদ (অটোরিক্সা), মিজানুর রহমান চৌধুরী (চশমা), মোহাম্মদ লেয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল), মোহাম্মদ সালাহউদ্দীন কাদের (আনারস)।

কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শাহ জাহান চৌধুরী (ঘোড়া), মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা), ইবনে আমিন (নৌকা), আরিফুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল), সেলিনা আক্তার শেলী (আনারস)।

শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ মহসিন (অটোরিক্সা), মো. কায়েশ সরওয়ার (নৌকা), আলহাজ্ব মাওলানা জাফর আহমদ (চশমা), মিজানুর রহমান সিকদার (মোটরসাইকেল), মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস)।

গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ লেয়াকত আলী (আনারস), মোহাম্মদ শিহাব উল হক সিকদার (নৌকা), মো. আজিজুল হক (মোটরসাইকেল), জেসমিন আক্তার (টেলিফোন), মো. দিদার হোসাইন (চশমা), সেলিম (অটোরিক্সা)।

চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে মুজিবুল হক চৌধুরী (নৌকা), ফজলুল কাদের (আনারস), মোহাম্মদ এরশাদুর রহমান (মোটরসাইকেল), সাহেদা বেগম নূরী (চশমা)।

শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ ইয়াছিন (নৌকা), মো. মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা), ফজলুল কাদের চৌধুরী (অটোরিক্সা), শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী (মোটরসাইকেল), মো. আতাউর রহমান (ঘোড়া), আজিজুর রহমান (আনারস)।

পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকের হোসেন চৌধুরী (নৌকা), রেজাউল আজিম চৌধুরী (টেবিলফ্যান), মোহাম্মদ সোলাইমান (ঢোল), মোহাম্মদ তারেকুর রহমান (অটোরিক্সা), মুহাম্মদ মুবিনুল হক (চশমা), কবির আহমদ (ঘোড়া), শাকের উল্লাহ (ডাব), নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী (আনারস), তফাজ্জল হোসেন চৌধুরী (মোটরসাইকেল)।

ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মুজিবুর রহমান (নৌকা), এম.হারুনুর রশীদ (মোটরসাইকেল), রেজাউল হক চৌধুরী (চশমা), মোহাম্মদ আলমগীর কবির (ঘোড়া), মো. আমিরুল হক (আনারস), সাজ্জাদুল হক (ডাব), আনিছ উল হক চৌধুরী (অটোরিক্সা)।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, এ নির্বাচনে আটজন চেয়ারম্যান প্রার্থী, তিনজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ও ২৮ সাধারণ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারপত্র নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাজে জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, এইবারে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গতকাল নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য যাযা করা প্রয়োজন, সব পদক্ষেপ নেওয়া হবে।

প্রঙ্গগত, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ১৪ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন