বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»
শান্তিপূর্ণ পরিবেশে বহুল প্রতিক্ষিত বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকালে ভোটকেন্দ্র গুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ছে। বাঁশখালী পৌরসভা নির্বাচনে এবার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ২৬৯ ভোটকক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বারের নির্বাচনে ভোটের মাঠে মেয়র পদে ২জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৪ জনসহ মোট ৫৬জন প্রতিদ্বন্দ্বী করছেন মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতীকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন এবং মোবাইলে প্রতিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনীর মধ্যে।
এবারের পৌর নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে বিচারিক ম্যাজিস্ট্রেট ১ জন। ৯ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে পুলিশের মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স, অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স পুরো পৌরসভায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসাথে প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন পুলিশ, ১৩ জন আনসার সদস্য (৩ জন নারী আনসারসহ) নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বাড়তি নিরাপত্তা জোরদার রয়েছে।
বাঁশখালী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম জানান, বাঁশখালীতে আদালাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, সবগুলো কেন্দ্রকেই বিশেষ বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণে এখনো পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনা ছাড়া নিরবিচ্ছিন্নভাবে চলছে ভোট গ্রহণ চলছে বলেও জানান তিনি।













