৯ ডিসেম্বর ২০২৫

বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতির নির্বাচন, দ্বিতীয়বার সভাপতি হলেন সেলিম ভুঁইয়া

বাংলাধারা প্রতিবেদক »

বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম মোস্তাফিজুর রহমান সেলিম ভুঁইয়া। তিনি মিরসরাইয়ের ৫ নং ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী ফয়েজ বক্স ভুঁইয়া বাড়ির সন্তান।

জানা গেছে, শনিবার ৪ ফেব্রুয়ারি মূহুরী প্রজেক্ট বাঁশখালী মৎস্য চাষি সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনে ভোটারদের পাশাপাশি উৎসুক স্থানীয় জনগণের আগ্রহ ছিলো লক্ষণীয় । ১০৪ ভোটের মধ্যে ৯৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বাকি ৬ জন ভোটার দেশের বাইরে অবস্থান করায় ভোট দিতে পারেননি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিটির সভাপতি চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের অডিটর পার্থ কান্তি বিশ্বাস। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবুল বাহার সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয়, মজিবুল হক মেম্বার সদস্য ৩ নং ওয়ার্ড।

নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। এ সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান সেলিম ভুইয়া জানান, আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করায় আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ। মৎস্য চাষিদের অনেক সমস্যা রয়েছে। আমি চাষিদের সুযোগ সুবিধা আদায়ে নিরলস ভাবে কাজ করে যাবো।

বাঁশখালী মৎস্যচারী সমবায় সমিতি ত্রি-বর্ষিক নির্বাচনে ভোট গণনা শেষে সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩৪(২) বিধি অনুযায়ী সর্বসন্মতিক্রমে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পার্থ কান্তি বিশ্বাস।

এটিএম মোস্তাফিজুর রহমান সেলিম ভুইয়া চেয়ার প্রতীকে ৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. নেছার আহম্মদ ছাতা প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।

সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ কলস প্রতীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ নুরের নবী মাছ প্রতীক পেয়েছেন ৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী জিয়াউর রহমান ফুটবল প্রতীক পেয়েছেন ৩৬ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ মোস্তফা আম প্রতীক পেয়েছেন ৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আলাউদ্দিন হরিণ প্রতিক পেয়েছেন ৪৫ ভোট। ২টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম তালা প্রতিক ৬৪ ভোট, মফিজুর রহমান বটগাছ প্রতীক পেয়েছেন ৩৪ ভোট।

আরও পড়ুন