২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ডলার দিলেন এডিবি

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এ অনুদানে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে অর্থ, সরঞ্জামসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করতে পারবে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ওষুধ ও মেডিকল যন্ত্রপাতি কেনা এবং করোনা নিয়ন্ত্রণে যা প্রয়োজন, সেসব কিনতে পারবে এ অনুদানের অর্থে।’

এর আগে গত ৭ মে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৩০ এপ্রিল ১০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন