মিরসরাই প্রতিনিধি »
বাংলাদেশের অভ্যন্তরীণ একটি সড়ক নির্মাণে বাধা দিয়ে বসেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দীর্ঘ সাত মাস ধরে নির্মাণ কাজ বন্ধ জটিলতা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠক করেও মেলেনি সমাধান। এতে সড়ক ব্যবহারকারী মানুষের ভোগান্তির অন্ত নেই।
মিরসরাই উপজেলা প্রকৌশল অফিস জানায়, সড়কটির দৈর্ঘ্য ১ হাজার মিটার। ২০২০ সালের নভেম্বর মাসে এ সড়কে ব্রিক সলিং টেন্ডার প্রক্রিয়া শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এ সড়কের ৫শ মিটার কাজ শেষ হওয়ার পর হঠাৎ নোম্যান্স ল্যান্ড আখ্যা দিয়ে সড়ক নির্মাণে বাধা দেয় বিএসএফ। পরে বিষয়টি সমাধানে একাধিকবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করলেও তা আজও সুরাহা হয়নি।
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সাত মাস ধরে সড়কটির কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে আমরা ৫শ মিটার কাজ শেষ করেছি। বিএসএফ এর আপত্তির কারণে গত ৭ মাস কোন কাজ হয়নি। আমরা এ বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিক চিঠি দিচ্ছি। আশা করছি শীঘ্রই এ সমস্যার ভালো সমাধান হবে।’
এদিকে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে অলিনগর খন্দকার ওবায়েদুর রহমান নামের এ সড়কে বাংলাদেশী লোকজন যাতায়াত করে আসছে। এ সড়কে যাতায়াত করতে না পারলে বিজিবিও তাদের নিয়মিত রুটিন টহল ঠিক রাখতে পারবে না। এর আগে বিএসএফ সড়কটি সম্পর্কে এ ধরণের কোন বাধা দেয়নি। হঠাৎ তারা কেন বাধা দিচ্ছে স্থানীয়দের তা জানা নেই।
গ্রামের একশত বছর বয়সী খোরশেদ আলম এ প্রতিবেদককে জানান, ১৯৭৪ সাল থেকে আমি এখানে বসবাস করি। কখনো বিএসএফকে এ সড়ক নিয়ে কথা বলতে দেখিনি শুনিনি। এখন তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ এ সড়ক নিয়ে কথা বলছে, এলাকার লোকজনকে হুমকি-ধমকিও দিচ্ছে।
সরেজমিন অলিনগর খন্দকার ওবায়েদুর রহমান সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, অলিনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকার দরুণ গ্রামবাসীর ব্যাপক ভোগান্তিতে পড়েছে। হাট-বাজার থেকে জরুরি খাদ্য শস্য আনা নেয়া করতে পারছে না। এলাকাবাসী চায় সরকারের তরফ থেকে এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে কথা বলে সুষ্ঠ সমাধান।
স্থানীয় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। অলিনগর সহ কয়েকটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। নির্মাণ কাজ বন্ধ থাকার দরুন মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে আমি অলিনগর বিজিবি ক্যাম্পের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তারাও এটি নিয়ে বিএসএফ এর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বেশ কয়েকবার পাতাকা বৈঠকও করেছে।
সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকা এবং বিএসএফ এর বাধাদান প্রসঙ্গে মিরসরাইয়ের অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা সড়ক নির্মাণ প্রসঙ্গে বিএসএফ এর ক্যাম্প কমান্ডার বরাবরে একটি চিঠি দিয়েছি। তাদের সাথে আমাদের বৈঠকও হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সমাধান সম্ভব হয়নি। আশার করছি শীঘ্রই বিএসএফ সড়ক নির্মাণে আপত্তি তুলে নিবে।’
বাংলাধারা/এফএস/এআই













