৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশের মানুষ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

আজ ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশটি সফররত বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শীর্ষ নেতার এই বৈঠকে দ্বিপক্ষীয় সার্বিক ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে ঢাকা ও রোমের মধ্যে তিনটি  চুক্তি সই হওয়ার কথা রয়েছে।চুক্তিগুলো হলো-রাজনৈতিক আলোচনা, কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়।

এদিকে, চারদিনের সরকারি সফরে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) ইতালি পৌঁছে  রোমের পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সে সময় তিনি বলেন,  অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের ভাগ্য আজ কঠিন।ঘুষ নেয়া ও দেয়া দুইটাই অপরাধ ।বিএনপিই এই কালচার  শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, মানুষ না খেয়ে কষ্ট পাবে না। প্রতিটি মানুষ সুন্দর জীবন পাবে, লেখাপড়া শিখবে। চিকিৎসা পাবে।কিন্তু বঙ্গবন্ধু সে কাজ সম্পন্ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থ সামাজিক উন্নয়নের পথে যখন যাত্রা শুরু করলেন,তখনই ৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হল।তার লক্ষ্য বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো।৭৪ সালে জাতির পিতা  একটি স্বাধীন রাষ্ট্রের সমস্ত কাঠামো নীতিমালা, বিধিমালা যা যা দরকার হতে পারে সবই করে দিয়ে গেছেন। অল্প সময়ের মধ্যে এতো কাজ জাতির পিতা কিভাবে করে গেলেন তা  বুঝে আসে না বলে জানান শেখ হাসিনা।মুজিববর্ষ পালন করার সব প্রস্তুতি চূড়ান্ত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,  ইতোমধ্যে ক্ষনগণনা উদ্বোধন করা হয়েছে।

ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতানা শরীফ প্রমুখ।এছাড়াও জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ড,বেলজিয়াম,স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে পৌছান তিনি।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি ক্রিস্টিয়ানো কোস্তাফাবি ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার । বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হয়। ইতালির সফরকালে সেখানে অবস্থান করবেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন