বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার সকাল ১০:৪৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গতকাল বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেন হামজা। তাকে বরণ করতে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রথমে চার সদস্য (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) উপস্থিত থাকলেও আজ আরও তিনজন (রুপু, সবুজ ও মঞ্জু) যোগ দেন।
হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ ব্যানার নিয়ে এসেছেন, কেউবা খালি হাতেই এসেছেন প্রিয় ফুটবলারকে স্বাগত জানাতে। গণমাধ্যমকর্মীরাও হামজার আগমনের খবর সংগ্রহে ব্যস্ত সময় কাটান।
ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার এবারই প্রথম বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হিসেবে দেশে এসেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।
সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা, যেখানে তিনি পরিবারের সঙ্গে দিনটি কাটাবেন। তার আগমনে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) তিনি ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এরপর ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।
বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে নতুন শক্তি ও অনুপ্রেরণা দেবে বলে আশা করা হচ্ছে।