২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশে এ মুহূর্তে জাতীয় ঐক্যমত খুব বেশি জরুরি: এ্যানি

দৈনিক মেঘনা প্রতিদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামায়াতসহ সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে এ মুহূর্তে জাতীয় ঐক্যমত খুব বেশি জরুরি।

শনিবার (১৬ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দৈনিক মেঘনা প্রতিদিন লক্ষ্মীপুরের আঞ্চলিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন দল থেকে দু-চারটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথা বলা হচ্ছে, তখন আমরা আশাহত হই। আমরা যেন আশাহত না হই, সেই চ্যালেঞ্জ বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। এ সময় সকল রাজনৈতিক দলের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ফ্যাসিস্ট দ্বারা আমরা অত্যাচারিত-নির্যাতিত, গুম-খুনসহ কারাবরণ করেছি। তারপরও ৫ আগস্টের আগে ও পরে সবার চিন্তা করা উচিত। কিছুটা বিক্ষিপ্ততা, কিছুটা বিচ্ছিন্নতা হলেও শেষ পর্যন্ত সকল রাজনৈতিক দল একই মঞ্চ থেকে জাতীয় ঐক্যমতের সরকার গঠনে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা যারা আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছি সরকারি দল হোক বা নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক অথবা জাতীয় ঐক্যমতের সরকার গঠনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই। এজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এর আগে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

জেলা বিএনপির সদস্য সচিব ও দৈনিক মেঘনা প্রতিদিন-এর সম্পাদক শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মেঘনা প্রতিদিন-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হোসাইন আহমেদ হেলালসহ অন্যান্যরা।

আরও পড়ুন