৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশে খেলতে আসবে রাশিয়া

ক্রীড়া ডেস্ক »

নারীদের ফুটবলে রীতিমত উড়ছে বাংলাদেশ। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল সবকিছুতেই যেন সফলতার দেখা পাচ্ছে বাংলার মেয়েরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আনন্দে ভেসেছে শামসুন্নাহাররা। এমন গৌরবের মাঝে সাফ অনূর্ধ্ব-১৭ এর সূচি চূড়ান্ত হয়েছে।

সাফের এই আসরে চার দেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে ইউরোপের দেশ রাশিয়া। দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ আসন্ন টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ মার্চ উদ্বোধনী এই ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি।

ইউক্রেনের ওপর সামরিক হামলার ঘটনায় রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। যার কারণে আগে থেকে নির্ধারিত ম্যাচেও অংশ নিতে পারেনি দেশটি। নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ কাতার বিশ্বকাপে রুশদের প্লে-অফের ম্যাচগুলোও বাতিল হয়ে যায়। এতে বিশ্বকাপ শুরুর আগেই আসর থেকে ছিটকে যায়।

তবে এবার উয়েফায় সাফের আসর খেলার জন্য রাশিয়ার নাম প্রেরণ করেছে। ২২ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে রাশিয়ার মেয়েরা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশের সময়সূচি :
২০ মার্চ বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা সোয়া সাতটা)
২২ মার্চ বাংলাদেশ-রাশিয়া (বিকেল সোয়া তিনটা)
২৪ মার্চ বাংলাদেশ-ভারত (সন্ধ্যা সোয়া সাতটা)
২৮ মার্চ বাংলাদেশ-নেপাল (বিকেল সোয়া তিনটা)

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ