বাংলাধারা ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায়। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) ইমপ্যাক্ট পিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগের ধারাকে আরও শক্তিশালী করতে দুই দেশের তিন শর বেশি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) কর্মকর্তাদের নিয়ে গঠিত ২০ সদস্যের সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সালমান এফ রহমান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













