২৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ‘শেষ প্রশ্ন বলে বলে তিনটা হয়ে গেলো’— পাশে থাকা মিডিয়া ম্যানেজারকে এ কথা বলেই হাসি দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব সব প্রশ্নই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, উত্তর দিয়েছেন মেপে মেপে।
উপলক্ষ টি-টোয়েন্টি হলেও সিলেটে গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসে ওয়ানডে সিরিজ ও তামিম ইকবালের অবসর কাণ্ড। তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি তবে এটা নিশ্চিত করেছেন যে, দলে কিংবা ড্রেসিংরুমে কখনো অস্থিরততা দেখেননি আগে এবং বর্তমানেও তা নেই।

দলের পরিবেশ ও অবস্থা নিয়ে প্রশ্নে সাকিবের সোজা-সাপ্টা উত্তর, ‘আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেকরকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে।’

আফগানিস্তানের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এই হারের কারণেই এসব কথা হয় বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তা করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি অথবা হারি।

এখানে সাকিব দেখিয়েছেন পেশাদারিত্ব। হারুক-জিতুক সেটাতে দলের অবস্থান পরিবর্তন হয় না। তাদের নজর থাকে কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়।

‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি’ —এভাবে বলেন সাকিব।

আরও পড়ুন