২৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ‘এক চীন নীতি’ মেনে চলা অব্যাহত রাখবে— প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ অব্যাহতভাবে ‘এক চীন নীতি’ মেনে চলবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ আশা ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে তাইওয়ানের ব্যাপারে চীনের আইনসম্মত ও ন্যায্য অবস্থান বাংলাদেশ বুঝবে ও সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন লি। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যাশা করেন।

লি জিমিং বলেন, চীন ও বাংলাদেশ একে অন্যের ভালো প্রতিবেশী। দুই দেশই একে অপরের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশ সব সময় নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাসংক্রান্ত মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে বুঝেছে এবং সমর্থন করেছে।

এক চীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও ‘তাইওয়ানের স্বাধীনতা’র প্রতি বাংলাদেশের জোরালো বিরোধিতার প্রশংসা করেছেন লি জিং মিং।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এ প্রেক্ষিতে ঢাকার চীন দূতাবাস এই বিবৃতি দেয়।

আরও পড়ুন