বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘কারাত- ২০২১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খানে স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি) এর মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. মিঃ আর্ল আর. মিলার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত উর্ধ্বতন কর্মকর্তাগণ, মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী জাহাজের অধিনায়কগণ ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহৎ যৌথ মহড়া। উক্ত মহড়ায় উভয় দেশের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে Subject Matter Expert Exchange (SMEE) সহ প্রত্যক্ষভাবে সমুদ্র মহড়ায় অংশগ্রহণ করে। যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সু-সম্পর্কের আরো উন্নতি হবে এবং মেরিটাইম সিকিউরিটি’র বিষয়ে উভয় দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে।













