২৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কারাতে টিচার্স এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

বাংলাধারা প্রতিবেদক »

দেশের সকল কারাতে শিক্ষকের সাথে সৌহার্দের সেতুবন্ধন তৈরি করা, সহযোগিতার হাত সম্প্রসারণসহ অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষকদের আর্থিক, মানসিক, সু-প্রশিক্ষণ ও সময় উপযোগিতার নিমিত্তে সহায়তা করার লক্ষ্যে আত্ম প্রকাশ করেছে ‘বাংলাদেশ কারাতে টিচার্স এসোসিয়েশন’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের পুস্পদাম রেসটুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্ল্য, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, শাহজাদা আলম ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

এসময় আবুল বশর রনিকে আহবায়ক মোজাম্মেল হককে সচিব এবং ড. তারেক জেড ও মো. আলমগীর হোসেন এই ৪ জনকে সদস্য করে আহবায়ক কমিটি ঘোষণা দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা।

সম্মেলনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ কারাতে টিচার্স এসোসিয়েশন (BKTA) এর একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য কমিটিকে আহ্বান জানান।

উল্লেখ, অনুষ্ঠানে সদ্যপ্রয়াত কারাতে কোচ এহছানুর রহমান এহসানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুন