২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল ও এসকেএসি বাংলাদেশের নতুন কমিটি গঠন

মাদকমুক্ত সমাজ গঠনের শ্লোগানকে সামনে রেখে ২৯ বছর ধরে তৃণমূল পর্যায়ে জেলা, বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় পদকপ্রাপ্তি এবং প্রাকৃতিক দূর্যোগে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর কাজ চালিয়ে আসা বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল ও এসকেএসি বাংলাদেশের ২০২৫-২০২৭ সালের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয় গত ১৩ আগস্ট ২০২৫ সালে চট্টগ্রামের হোটেল সাফিনা লিমিটেডে।

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব শাহজাদা আলম (সভাপতি, বাংলাদেশ কারাতে ফেডারেশন)। এছাড়া উপদেষ্টাদের মধ্যে আছেন আলহাজ্ব শামসুল আলম শামীম, ব্রিগেডিয়ার (অবঃ) শহিদুল্লাহ চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, এ. টি. এম. কামরুদ্দিন চৌধুরী (তাহের), অনিন্দ্য টিটো ও ফেরদৌস শিপন।

কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ সেলিম, সাধারণ সম্পাদক শিহান এ. বি. রনি। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, যুগ্ম সহ-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, মিডিয়া সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ও আই.টি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন কার্যকরী সদস্য দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্যদের মধ্যে আছেন নজরুল আজাদ, শাহেদুল হক শাহেদ, ইঞ্জিঃ সঞ্জয় দাশগুপ্ত, খায়রুল বাশার রানা, ইঞ্জিঃ মোঃ রফিকুল ইসলাম নান্টু, মোঃ জাফর, মোঃ মাঈনুল হক, ঊষা হলা মারমা, সোনিয়া শারমিন নুপুর, অরুণ বড়ুয়া, তামিম রাইয়ান খান, শ্রাবণ চৌধুরী, মোঃ ফখরুল আবেদীন এবং এস. এম. মোরশেদ।

পরিচিতি সভার শেষে প্রধান উপদেষ্টা শাহজাদা আলম বলেন, “বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল একটি পরিপূর্ণ স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন। বিগত ২৫-৩০ বছর ধরে তারা খেলোয়াড় তৈরিতে যেমন অবদান রেখেছেন, তেমনি প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ শিহান এ. বি. রনিকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন