বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ থেকে মালদ্বীপ তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক (resort wear and leisure apparel) আমদানি করতে আগ্রহী।
সোমবার (২১ জুন) মালদ্বীপ হাই কমিশনার শিরুজিম্যাথ সামির (Shiruzimath Sameer) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে সাক্ষাৎকালে এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছরব্যাপী পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে স্বভাবতই রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশী পোশাক রপ্তানিকারীরা এক্ষেত্রে উল্লেখিত পোশাক সরবরাহ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারী আহমেদ ফাজিল (Ahmed Fazeel) উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













